• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচনের আশ্বাস দিলেন উপাচার্য

প্রকাশিত: ২৩:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচনের আশ্বাস দিলেন উপাচার্য

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) হতে পারে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জকসুসহ তিন দফা দাবিতে অনশনে বসেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাতের এক পর্যায়ে এ কথা বলেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের তথ্য নেওয়া শুরু হয়ে যাবে। তাছাড়া নির্বাচের আগেও আরও কিছু কাজ থাকে সেগুলো করে ফেলার চেষ্টা থাকবে।

অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘নভেম্বর ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন করার আশা করা যায়। আর বিশেষ বৃত্তির বিষয়ে কাজ হচ্ছে, শিগগিরই শিক্ষার্থীরা বৃত্তি পাবে। লাইব্রেরিতে এসির কাজও প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, জকসুসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর থেকে অনশন কর্মসূচি পালন করছে।

তিন দফা দাবিগুলো হলো:

১। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।

২। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

৩। ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, ‘আমরা এতদিন অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি করেছি তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন দিতে বাধ‍্য হয়েছি—এছাড়া আমাদের উপায় ছিলো না। এই নখদন্তহীন প্রশাসন হয়তো আমাদের দাবি মেনে নিবে নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।’

জবি শাখার বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।’

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2