• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাকসুতে নতুন নেতৃত্বের সূচনা: শপথ নিলেন নির্বাচিত প্রতিনিধিরা

সাইফুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  

প্রকাশিত: ১৮:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাকসুতে নতুন নেতৃত্বের সূচনা: শপথ নিলেন নির্বাচিত প্রতিনিধিরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপিত হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব ও শিক্ষকবান্ধব বিদ্যাপীঠে পরিণত করতে পারবো।

তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপ নেবে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল ২৫টি কেন্দ্রীয় পদের মধ্যে ২০টিতে জয় লাভ করে। তবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ (জিতু) বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ বিরতির পর হওয়া এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়েছে নতুন নেতৃত্ব, আর আজকের শপথের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো।

বিভি/এসজি

মন্তব্য করুন: