• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চলছে চাকসুর ভোটগ্রহণ 

প্রকাশিত: ১২:৫১, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চলছে চাকসুর ভোটগ্রহণ 

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্র শিবিরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও ভোট দিচ্ছেন। আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার কথা জানিয়ে জালভোটের আশঙ্কা করছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। 

দীর্ঘদিন পর  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোট দিয়ে উচ্ছসিত ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে, যোগ্য প্রার্থীই নির্বাচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন তারা। 

ভোট দিতে এসে ক্যাম্পাসের পরিবেশ ভালো করতে কাজ করবেন বলে জানালেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদলের জিএস প্রার্থীর অভিযোগ, ভোটারের আঙুলে অমোচনীয় কালি এক ঘষাতেই উঠে যাচ্ছে। কলা ও মানববিদ্যা অনুষদে ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন তিনি। এদিকে, একই ধরনের অভিযোগ করেছেন ছাত্র শিবির প্রার্থীরাও। অমোচনীয় কালি উঠে যাওয়ায় জালভোটের আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল ও শিবির প্রার্থীরা। ফলাফল সব পক্ষই মেনে নেবেন বলে আশা শিক্ষার্থীদের। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2