• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

আমরা সুশৃঙ্খলভাবে চাকসু নির্বাচনের আয়োজন করেছি: চবি উপাচার্য

প্রকাশিত: ১৩:২৯, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আমরা সুশৃঙ্খলভাবে চাকসু নির্বাচনের আয়োজন করেছি: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, ‘সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। এটা শিক্ষার্থীদের নির্বাচন, তাদেরই ইচ্ছায় অনুষ্ঠিত হচ্ছে।’ বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চবি উপাচার্য বলেন, ‘প্রচারণার সময় চমৎকার পরিবেশ বজায় ছিল, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাই কোড অব কনডাক্ট মেনে অংশ নিয়েছে। চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি রিহার্সাল হিসেবেও কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখেই পুরো প্রক্রিয়া সাজিয়েছি। পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। ক্রস চিহ্নের পরিবর্তে বৃত্ত ভরাটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো জটিলতা না হয়।’

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট। মাঠে থাকবেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৫০ জন পুলিশ সদস্য এবং র‍্যাবের সাইকেল ইউনিটের ৪০ জন সদস্য। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হতে পারে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2