• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা  

প্রকাশিত: ১৬:০১, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা  

ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ শুরু হবে এই ভর্তি পরীক্ষা। এদিন ‌‌‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এক সপ্তাহ করে বিরতি দিয়ে অন্য দুইটি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তবে আবেদন শুরুর তারিখ নির্ধারণ হবে পরবর্তী সভায়।

সভায় ইউজিসির পাবলিক বিশ্বিবদ্যালয়ের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এসময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2