• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ 

প্রকাশিত: ১২:০১, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ 

ফাইল ছবি

আগামী ১৮ অক্টোবর (শনিবার) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের হজ কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2