চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের একটি হলের মূল ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাত কে বা কারা।
রবিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রধান ফটকে ছাত্রলীগের এ ব্যানার ঝুলে থাকতে দেখে শিক্ষার্থীরা। তবে কে বা কারা এ ব্যানার লাগিয়েছে তা জানা যায়নি। ব্যানারে লেখা ছিল ‘আমার মাটি আমার মা, সেন্টমার্টিন ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হতে দেব না। জাগো বাঙালি জাগো মাতৃভূমি রক্ষা করো। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
ব্যানারের একপাশে শেখ হাসিনা, শেখ মুজিব অপর পাশে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি দেখা যায়। ব্যানারটি দেখার পরপরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে তোলপাড় শুরু হয়, ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।
উল্লেখ্য, চব্বিশের আগস্টে অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ক্যাম্পাসে নিষিদ্ধ এই সংগঠনের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি।
বিভি/এজেড




মন্তব্য করুন: