মুশফিকুজ্জামানের মৃত্যু: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি
গত বৃহস্পতিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে মুশফিকুজ্জামান (২০) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং আরও জবাবদিহিতাসহ ৫ দাবিতে রবিবার মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের ১০ তলার ছাদে ওঠেন। সেখানে অন্য কেউ ছিলেন না। পুলিশের ধারণা, মুশফিকুজ্জামান ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রথম বর্ষে পড়তেন।
মুশফিকুজ্জামানের সহপাঠীসহ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সুষ্ঠু তদন্ত এবং আরও জবাবদিহিতার দাবি জানায়। তারা প্রশাসনের কাছে পাঁচ দফা দাবির তালিকাও জমা দেয়।
তাদের দাবিগুলো-
১. শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা, যার ফলাফল প্রকাশ করা।
২. ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে অথবা, যদি সীমাবদ্ধ থাকে, শিক্ষক-ছাত্র প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা।
৩. হত্যা প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে; যদি আত্মহত্যা হয়, তাহলে কারণ প্রকাশ করতে হবে এবং যেকোনো অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং শক্তিশালীকরণ।
৫. "সামাজিক-মানসিক পরামর্শ কেন্দ্র" সংস্কার ও সম্প্রসারণ, যার মধ্যে প্রতি সেমিস্টারে একটি বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্য সেমিনার অন্তর্ভুক্ত।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
বিভি/এজেড




মন্তব্য করুন: