সড়ক দুর্ঘটনায় গবি শিক্ষকের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতার-উল-আলম (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন আখতার-উল-আলম। পথিমধ্যে ভাড়ারিয়া রোডে পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকেরা অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. রতনগীর কবীর বলেন, “মাল্টিপল ইঞ্জুরিসহ ঝুঁকিপূর্ণ অবস্থায় তাকে আনা হয়। হাসপাতালে আনার পরও একবার রেসপন্স করেছিলেন। তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন।”
দুপুর বারোটার দিকে মরদেহ গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হলে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সেখানে জানাজা সম্পন্ন হওয়ার পর মরদেহ দাফনের জন্য নেওয়া হয় তার জন্মস্থান টাঙ্গাইলের ধনবাড়ীতে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন আখতার-উল-আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মোহাম্মদ আখতার-উল-আলম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং দীর্ঘদিন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু পুত্র রেখে গেছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: