• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিশ্চিতে এসেছে ‘স্টাডিনেট ডট টু’

প্রকাশিত: ১৮:০৭, ২৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৪, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিশ্চিতে এসেছে ‘স্টাডিনেট ডট টু’

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিনিয়ত কড়াকড়ি হচ্ছে ভিসা নীতি এবং বাড়ছে প্রতিযোগিতামূলক ও নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ। ফলে শিক্ষার্থী ভর্তি ক্রমশ জটিল এবং কঠোর হয়ে উঠছে। এ অবস্থার উত্তরণে অস্ট্রেলিয়ার এডটেক কোম্পানি স্টাডিনেট বাজি ধরেছে প্রযুক্তির ওপর। 

অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার পথ সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই বেইজড ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছে স্টাডিনেট। উচ্চ শিক্ষার আকাঙ্ক্ষা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া থাকছে স্টাডিনেট ডট টু প্ল্যাটফর্মে।  

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার কোর্স নির্বাচন, কাউন্সিলিং এবং বাজেট ব্যবস্থাপনা সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই উদ্যোগ নেওয়া হয়েছে। www.studynet.ai  এই লিংকে গিয়ে যে কোনও শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় তার ভর্তির ব্যাপারে এ টু জেড সমাধান পেয়ে যাবেন। ভর্তিচ্ছুর যোগ্যতা যাচাই করে এআই তাকে কোর্সের পরামর্শ দিবে। পাশপাশি ভার্চুয়ালিও যুক্ত হতে পারবেন দক্ষ কাউন্সিলরদের সাথে। শুধু যে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য তা কিন্তু নয় বরং বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এ সুবিধা নিতে পারবেন।

নিজেদের নতুন এই ওয়েবসাইট উদ্ভোধন উপলক্ষে, শুক্রবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক অনুষ্ঠানের আয়োজন করে স্টাডিনেট। যাতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং এডুকেশনাল ইন্সটিটিউশনের প্রায় শতাধিক প্রতিনিধি। 

নতুন এ প্ল্যাটফর্ম সম্পর্কে স্টাডিনেটের কর্ণধার এম হোসাইন বলেন, আমাদের এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের নির্ভুলভাবে ভিসা আবেদনে সহায়ক হবে। পাশাপাশি অনলাইনে বসেই সঠিক গাইডলাইন পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

হোসাইন বলেন, আমার গল্প অনেক আন্তর্জাতিক ছাত্রের থেকে খুব একটা আলাদা নয় যারা স্বপ্ন এবং দৃঢ় সংকল্প নিয়ে অস্ট্রেলিয়ায় আসে। বছরের পর বছর ধরে পরিশ্রম এবং অভিজ্ঞতার আলোকে আমরা চালু করছি স্টাডিনেট ডট টু্। যা বিশ্বকে দিবে অস্ট্রেলিয়ায় শিক্ষার অনন্য সুযোগ। অন্তত আগামীতে শিক্ষার্থীরা আমার মত ভোগান্তিতে পড়বে না। 

যুগের সাথে তাল মিলিয়ে চালু হওয়া এই উদ্যোগের প্রশংসা করেছেন হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়ায় শিক্ষা ভিসা নীতিতে চলমান কড়াকড়িতে এ উদ্যোগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। 
২০১২ সাল থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথে সহযোগিতা করে আসছে স্টাডিনেট। শুধু ভর্তির সহায়তা নয়, তারা দিয়ে থাকে ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট, একাধিক বিশ্ববিদ্যালয়ে একযোগে আবেদন, এসওপি ও জিটিই প্রস্তুতিতে সহায়তা, ভিসা ইন্টারভিউয়ের গাইডলাইন এবং অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর আছে সম্পূর্ণ অনশোর সাপোর্ট। 

বর্তমানে, অস্ট্রেলিয়ায় ২৫,০০০-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। অস্ট্রেলিয়া সরকারের  শিক্ষা বিভাগের তথ্যমতে, ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষাধিক এবং এই খাত দেশটির অর্থনীতিতে প্রায় ৪০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অবদান রেখেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ২০২৫ অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বের সেরা ১০০-র তালিকায়। প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, সোশ্যাল ওয়ার্ক এবং হেলথ সায়েন্সের মতো ক্ষেত্রে দক্ষ গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে বিশ্বব্যাপী প্রচুর কর্মসংস্থানের সুযোগ। স্টাডিনেটের নতুন এ উদ্যোগ এসব সুযোগকে শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে আসবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2