ঢাকা কলেজ ক্যাম্পাসে শীতের আমেজ
বাংলাদেশের শীত যেন রূপকথার মতো বৈপরীত্যে ভরপুর। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে সকালের মিষ্টি রোদে থমথমে প্রকৃতির উষ্ণ সাজ। হেমন্তের সোনালি আভা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই উত্তরের হাওয়া কুয়াশার চাদর মুড়িয়ে জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা। শীতের নিস্তব্ধতার মধ্যেই প্রকৃতি আবার সাজিয়ে তোলে নিজেকে। আর এই বৈচিত্র্যে মুগ্ধতার রঙ ছড়িয়ে পড়ে সারাবাংলায়।
এই শীতের আমেজ এসে ছুঁয়ে গেছে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসেও। এই শিক্ষাঙ্গন যেন প্রতি বছরই শীতকে বরণ করে নেয় আপন মহিমায়। যেখানে শীতের কঠোরতা ও আনন্দ একসঙ্গে মিলেমিশে থাকে।
ঢাকা কলেজের শীত মানেই কুয়াশায় ঢাকা সকাল। হল থেকে বের হওয়া শিক্ষার্থীদের নিঃশ্বাসে জমে থাকা ধোঁয়াটে কুয়াশা যেন শীতের উপস্থিতিকে আরও স্পষ্ট করে তুলে। হল পাড়া, মাঠ, পুকুর পাড়, টেনিস গ্ৰাউন্ড ও ফুলের বাগান সবকিছুই যেন এক রহস্যময় সাদা পর্দায় ঢাকা। নিস্তব্ধতার মাঝেও ভোরের নরম নরম মিষ্টি রোদ ক্যাম্পাসজুড়ে তৈরি করে এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ।

শীতের কনকনে হাওয়ায় ক্লাসে ছুটে যাওয়া শিক্ষার্থীরা কেউ কাঁথা-কম্বল মুড়ি দিয়ে ঘুম কাটানোর গল্প বলে, কেউ আবার গরম চায়ের চুমুকে শুরু করে দিনের প্রস্তুতি। শীতের ঠান্ডা যেমন পড়ুয়া জীবনে বাড়তি কষ্ট আনে, তেমনি আড্ডা ও উষ্ণতার গল্পও তৈরি করে।
শীত মানেই খেজুরের রস আর পিঠার উৎসব। ঢাকা কলেজের ক্যাম্পাসেও তার ব্যতিক্রম নেই। ক্যাম্পাসের পাশের দোকানগুলোতে ভোর থেকেই ভেসে বেড়ায় পাটিসাপটা, ভাপা, চিতই পিঠার ঘ্রাণ। আর সন্ধ্যা নামতেই র্যাকেটের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শীতের ক্লান্তি যেন এখানেই ভুলে যায় সবাই।
তবে শীতের আরেকটি চেহারা আছে, যেখানে আনন্দে মিশে থাকে কষ্টের ছায়া। তীব্র শীতে শিশু, বৃদ্ধ, দরিদ্র পরিবার বা খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ে দ্বিগুণ। পথশিশুদের কাঁপা শরীর, রিকশাচালকদের জমে যাওয়া হাত, বৃদ্ধদের দীর্ঘশ্বাস, এই বাস্তবতা শীতকে করে তোলে কঠিন এক ঋতু।
ঢাকা কলেজের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেন। সাধারণ শিক্ষার্থীরাও নিজ উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র সংগ্রহ করে নিয়ে যান ফুটপাতের শিশু ও বৃদ্ধদের কাছে। শিক্ষার্থীদের এই মানবিক প্রচেষ্টা শীতের গল্পকে ভিন্ন মাত্রা যোগ করে।
চারপাশে শূন্যতা ও নিস্তব্ধতার রিক্ততা থাকলেও সকালের মিষ্টি রোদ, খেজুরের মিঠে রস আর পিঠা-পুলির গ্রামবাংলার স্বাদ শীতকে করে তোলে এক অন্যরকম আনন্দময় মৌসুম। এই বৈপরীত্যেই লুকিয়ে আছে বাংলাদেশের শীতের প্রকৃত আকর্ষণ। নানা রকম শাক-সবজি, ফল ও ফুলের সমারোহ শীতকে করে তোলে আরও জনপ্রিয়।
ঢাকা কলেজের শীতও ঠিক তেমনই বৈচিত্র্যের মধ্যেও প্রতিদিন নতুন গল্প রচনা করে। একদিকে কুয়াশার নিঃশব্দতা, অন্যদিকে শিক্ষার্থীদের উচ্ছ্বাস; একদিকে প্রকৃতির বিবর্ণতা, অন্যদিকে রস-পিঠার উৎসবময়তা।এই অদ্ভুত মিল বন্ধনেই ফুটে ওঠে শীতের প্রকৃত সৌন্দর্য।
শীত শুধু ঋতু নয়, এটি এক অনুভূতি। যা ঢাকা কলেজের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা ও আড্ডাকে করে তোলে আরও স্মরণীয় ও জীবন্ত। শীতের এই বৈপরীত্যে ঢাকা কলেজ আজও নিজস্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, এক অনন্য ঋতুর রঙে রঙিন হয়ে।
বিভি/এজেড




মন্তব্য করুন: