ববিতে ছাত্রদলের প্রথম কাউন্সিল: তিন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ইতিহাসে প্রথম কাউন্সিল শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
সভাপতি পদে মো. মোশাররফ হোসেন ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক আহমেদ পান ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন শান্ত ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন, অন্য প্রার্থী পান ৭১ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিল ২৪০ জন, ভোট পড়েছে ২৩৯টি। এর মধ্যে অনলাইনে ভোট দিয়েছেন ৪ জন ভোটার।
আগের দিন যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী।
২০১৬ সালে আংশিক কমিটির মাধ্যমে ববি ছাত্রদলের কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও তা বিলুপ্তির মধ্য দিয়ে দীর্ঘ সময় সংগঠনটি স্থবির ছিল। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে পূর্বের কমিটি বিলুপ্ত করা হলে ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় ছাত্রদল তদারকি টিম গঠন করে নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।
প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হওয়ায় ববি ছাত্রদলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: