• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

সাভার মডেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী 

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাভার মডেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী 

রাজধানীর অদূরে সাভারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাভার মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাবেক কয়েকশত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর আয়োজিত মিলনমেলায় কলেজের সাবেক শিক্ষার্থীগণ আনন্দ র‌্যালী, সংগীতসহ নানা উৎসব-আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। মিলনমেলার এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন। পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। 

এ মিলনমেলা আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন টিভি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2