• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ঢাবির বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: ১০:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাবির বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

ঢাবি কর্তৃপক্ষ জানায়, এবার এক হাজার ৮৯১টি আসনের বিপরীতে এক লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।  ঢাবিসহ ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হবে।

ঢাকার বাইরে কেন্দ্রগুলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

একই দিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার কারণে ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকায় স্থানান্তর করা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এ ছাড়া এমআইএসটি থেকে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মেট্রো রেলের সময় ব্যবধান কমানো এবং পরীক্ষার দিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রো রেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2