• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাবি ফার্মেসি অনুষদে আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি ফার্মেসি অনুষদে আন্তর্জাতিক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফার্মেসি অনুষদের উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ফার্মেসি অনুষদের সভাকক্ষে জাপানের গবেষণাভিত্তিক খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সুকুবা’র Alliance for Research on the Mediterranean and North Africa (ARENA) Program -এর আওতায় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সেমিনারে অংশগ্রহণ করে।

ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে সেমিনারে ইউনিভার্সিটি অব সুকুবা’র অধ্যাপক ড. হিরোকো ইসোডা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ ও অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার প্রবন্ধ উপস্থাপন করেন। জাপানের প্রতিনিধি দলের সদস্যগণ হলেন- অধ্যাপক ড. হিরোকো ইসোডা, এমিরিটাস অধ্যাপক ড. মিতসুতোশি নাকাজিমা, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শায়লা কবীর, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ অনুষদের প্রায় ৩০ জন শিক্ষক সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রাকৃতিক উৎসভিত্তিক গবেষণা, ফার্মাসিউটিক্যাল প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের গবেষণা সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া, ভবিষ্যৎ যৌথ গবেষণার সুযোগ ও গবেষণা ঘাটতি বিষয়ে সেমিনারে আলোকপাত করা হয়।

সেমিনার শেষে জাপানের প্রতিনিধিদল ফার্মেসি অনুষদের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। এই ধরনের একাডেমিক বিনিময় ও আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2