• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ১৮:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা বিষয়ে কর্মশালা

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য সম্প্রতি ‘এম্পাওয়ারিং নিউ ইন্টারনেট ইউজারস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর প্রায় ৪০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ্ এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান। 

তিনি অংশগ্রহণকারীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ম্যাধমের নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের কুইজের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
 
প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ্ তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা আয়োজনের জন্য ইন্টারনেট সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ইন্টারনেট ব্যবহারকারী হিসাবে ইন্টারনেটের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেছে, যা তাদের ভবিষ্যত জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সভাপতি ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট এ.এন.এম এনাম হোসেন (মঞ্জুর) প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2