খালেদা জিয়ার মৃত্যুর খবরে জকসু নির্বাচন স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম।
নির্বাচনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
আজ সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।
কিন্তু ভোরে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর জরুরিভিত্তিতে সিন্ডিকেটের সভা ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিভি/এজেড




মন্তব্য করুন: