সালতামামি ২০২৫
ঘটনাবহুল এক বছরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
কালের অমোঘ নিয়মে নতুনের আগমনে পুরাতনকে বিদায় জানাতে হয়। ২০২৫ সাল বিদায় নিতে আর মাত্র কিছু সময় বাকি। এই এক বছরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস ছিল মানবিক উদ্যোগ, একাডেমিক অগ্রগতি, আন্দোলন–প্রতিবাদ, প্রশাসনিক সিদ্ধান্ত, সংঘর্ষ, শোক ও অর্জনের বহুস্তরীয় ঘটনার সাক্ষী। কেমন কাটল বুটেক্সের ২০২৫—ফিরে দেখা যাক সালতামামিতে।
মানবিক উদ্যোগ, ক্যাম্পাস জীবন ও সংস্কৃতির আবহ
বছরের শুরুতেই মানবিক উদ্যোগে এগিয়ে আসে বাঁধন বুটেক্স ইউনিট। ঢাকার পথশিশু ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা হয় মানবিকতার বার্তায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগ ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করে।
একই সময়ে ক্যাম্পাসজীবনের আবেগঘন ও মানবিক এক অনুষঙ্গ হয়ে ওঠে ‘মধু’ নামের কুকুরটি। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সবার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠা এই মিশুক প্রহরী যেন বুটেক্সের নীরব প্রতীক হয়ে ওঠে।
জানুয়ারিতে জিএমএজি ওসমানী হল মাঠে আইটিইটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় উৎসবমুখর পরিবেশে। পাশাপাশি দা’ওয়াহ কমিউনিটির উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও ইসলামি আলোচনা, একাত্তর সাংস্কৃতিক সংঘের ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’, জাতীয় বিতর্ক উৎসব, দীপাবলি ও শ্যামা পূজাসহ নানা আয়োজন বছরজুড়েই ক্যাম্পাস সংস্কৃতিকে প্রাণবন্ত রাখে।
সাংবাদিকতা, প্রকাশনা ও সংগঠনের সক্রিয়তা
বছরের শুরুতেই প্রকাশিত হয় বুটেক্স সাংবাদিক সমিতির দ্বিতীয় ম্যাগাজিন ‘নবদর্পণ’। জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো এই ম্যাগাজিন শহিদদের প্রতি উৎসর্গ করা হয়, যা ক্যাম্পাস সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে।
ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়ে তথ্য সহায়তা, মোবাইল–ব্যাগ সংরক্ষণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বুটেক্স সাংবাদিক সমিতি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় বুটেক্স সাংবাদিক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. আব্দুল্লাহ আল জাবের রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাইফুল ইসলাম শাহেদ। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতার ধারাবাহিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা জোরালো হয়।
একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত পরিবর্তন
২০২৫ সালে একাডেমিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে নতুন পদ্ধতি চালু করা হয়, যেখানে পরীক্ষার্থীর রোল বা আইডি নম্বর গোপন রাখা হয়।
প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথমবারের মতো চালু হয় বুটেক্সের নিজস্ব বাস ‘রেশম’, যা শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে কিছুটা স্বস্তি আনে। নতুন বিভাগ হিসেবে চালু হয় টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। ওয়েট প্রসেস ল্যাব আধুনিকায়ন, ক্লাসরুমে পোডিয়াম ও কম্পিউটার সংযোজন, নতুন প্রভাষক নিয়োগ এবং চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ—সব মিলিয়ে একাডেমিক ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়।
এডিবির অর্থায়নে বহুতল ভবন নির্মাণ, চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে সাত শিক্ষার্থীর সাফল্য এবং গবেষণা অনুদান প্রাপ্তি বুটেক্সের একাডেমিক সম্ভাবনাকে আরও দৃশ্যমান করে।
আন্দোলন, প্রতিবাদ ও রাজনৈতিক টানাপোড়েন
ফেব্রুয়ারিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। এপ্রিল মাসে গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন বুটেক্স শিক্ষার্থীরা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদ, ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন, প্রকৌশল অধিকার আন্দোলনে লংমার্চে হামলার প্রতিবাদে ক্লাস–ল্যাব বর্জন—বছরজুড়েই প্রতিবাদের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। জুলাই আন্দোলনের স্মৃতি বহন করে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই প্রকাশ।
সংঘর্ষ, শৃঙ্খলা ও নিরাপত্তা প্রশ্ন
বুটেক্স–ঢাকা পলিটেকনিক সংঘর্ষের তদন্ত শেষ হলেও শাস্তি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সেই সংঘর্ষে আহত উৎসব পাল চিকিৎসা নিয়েও এক চোখের দৃষ্টিশক্তি হারান, যা ক্যাম্পাসজুড়ে গভীর আলোড়ন সৃষ্টি করে।
নভেম্বরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাময়িক বহিষ্কার ও অর্থদণ্ড দেওয়া হয়। শহীদ আজিজ হলে প্রতিনিধি নির্বাচন হুমকি ও র্যাগিংয়ের অভিযোগে স্থগিত হয় এবং পরবর্তীতে তিন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়। ক্যাম্পাসে মাদক নেটওয়ার্ক, চুরি ও নিরাপত্তা ভাঙনের ঘটনাও উদ্বেগ বাড়ায়।
প্রশাসন, স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ভোগান্তি
বাজেট গোপন রাখা, ফি আদায়ে বিবরণ না থাকা, যানবাহন সংকট, ক্যান্টিন অব্যবস্থাপনা এবং আউটসোর্সিং কর্মচারীদের বেতন জটিলতা—এসব বিষয় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করে।
ভূমিকম্পের ঝুঁকিতে ১১ দিনের জন্য ক্লাস–পরীক্ষা বন্ধ ও হল ত্যাগের নির্দেশ শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ায়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় হল চালু করা হয়।
অর্জন, সাফল্য ও ঐতিহাসিক মুহূর্ত
টেক্সটাইল ট্যালেন্ট হান্টে তিন ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন, জাতীয় টেক্সটাইল অলিম্পিয়াড, ক্যারিয়ার ফেয়ার, টেক্সমেক এক্সপো, টেক্সভার্স, টেম ইন্টিগ্রেশন বি, ফ্যাশন ওডিসি—এসব আয়োজন বুটেক্স শিক্ষার্থীদের সক্ষমতা তুলে ধরে।
আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য আসে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫–এ ড. আব্বাস উদ্দিন শায়কের বিজয়ে। ৪৫তম বিসিএসে ১৩ শিক্ষার্থীর ক্যাডার হওয়া বুটেক্সের জন্য গর্বের অধ্যায় হয়ে ওঠে।
বছরের শেষ প্রান্তে ইতিহাস গড়ে বুটেক্সের প্রথম সমাবর্তন। ২৭ ডিসেম্বর ৪ হাজারের বেশি শিক্ষার্থী ডিগ্রি লাভ করেন এবং ৪১ জন পান গোল্ড মেডেল। একই সময়ে যাত্রা শুরু করে বুটেক্স অ্যালামনাই ইউএসএ।
উপসংহার
সব মিলিয়ে ২০২৫ সাল বুটেক্সের জন্য ছিল এক বহুমাত্রিক বছর। এই বছরে যেমন মানবিকতা, অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতির গল্প এসেছে, তেমনি এসেছে আন্দোলন, সংঘর্ষ, প্রশাসনিক সিদ্ধান্ত ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। আনন্দ, ক্ষোভ, প্রত্যাশা ও হতাশা—সব অনুভূতির সহাবস্থানেই এগিয়
বিভি/এজেড




মন্তব্য করুন: