• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

মধ্যরাত থেকে জকসুর ভোটগণনা শুরু, চার কেন্দ্রের ফল প্রকাশ

প্রকাশিত: ০৯:১০, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মধ্যরাত থেকে জকসুর ভোটগণনা শুরু, চার কেন্দ্রের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৪টি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। চার বিভাগের ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৪২৮ ভোট।

চার বিভাগে ভিপি পদে রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ৩৯৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ২০৬ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৪০৮ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩২২ ভোট।

দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ থাকার পর আবার শুরু হয় জকসু নির্বাচনের ভোটগণনা। রাতে কারিগরি ত্রুটির কারণে ভোটগণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটান প্রার্থী ও শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনার মেশিনে ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে ভোটগণনা স্থগিত করা হয়। পরবর্তীতে সকল প্যানেলের ভিপি জিএস পদপ্রার্থীদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন। আলোচনা থেকে সিদ্ধান্ত আসে, প্রথমে ১টি কেন্দ্রের ভোট পরীক্ষামূলকভাবে গণনা করে পরে আবার ডিজিটালভাবে গণনা করা হবে। মধ্যরাত থেকে আবার শুরু হয় ভোটগণনা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2