• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ, চবিতে দুদকের অভিযান

প্রকাশিত: ১৪:১৭, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৮, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ, চবিতে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান চলছে। 

এর আগে গত শুক্রবার ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগ দেওয়া হয়। এতে প্রভাষক হয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খানও।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায়, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, এইচআরএমসহ ৯টি বিভাগে মোট ৪৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ১০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং ৯ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট। কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। অভিযান চলমান থাকায় এখনো অভিযানের বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি কারো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: