নজরুল বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো আয়োজিত হলো টেডএক্স ইভেন্ট
তরুণ প্রজন্মের সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো আয়োজিত হয়েছে টেডএক্স ইভেন্ট।
আন্তর্জাতিক সংস্থা টেড ইন্টারন্যাশনালের অনুমোদনক্রমে এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) ত্রিশালের নজরুল যাদুঘর মিলনায়তনে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ভ্রমণ কনটেন্ট ক্রিয়েটর আরকে সোহান, অর্থনীতি বিশ্লেষক ও ফান্ডিফাইয়ের সিএফও মোহাইমিন পাটোয়ারী, ফটোগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটর জুবায়ের তালুকদার, আর্কিটেক্ট ও অ্যাক্টিভিস্ট ইকবাল হাবিব, কার্টুনিস্ট সৈয়দ রাশেদ ইমাম তন্ময় এবং সার্ক অঞ্চলের ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ।
তারা নিজেদের জীবন অভিজ্ঞতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং দক্ষতা বৃদ্ধির কৌশল সম্পর্কে কথা বলেন পুরো ইভেন্টজুড়ে।
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রবিউল বলেন, আমাদের বর্তমান সময়টা নতুন নতুন বিষয় শেখার ও জানার সময়। সফল ব্যক্তিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানার জন্য টেডএক্স একটা সুন্দর আয়োজন। আজকে অনেক পরিচিত মুখকে সামনে থেকে দেখেছি এবং তাদের জীবন অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
ইভেন্টটির লাইসেন্সি ও লিড অর্গানাইজার আকতাব উদ্দীন সারওয়ার বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা, যাতে তারা নিজেদের সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রায় ৬ মাস ধরে আয়োজনটি নিয়ে কাজ করেছি। অনেক প্রতিকূলতা থাকার পরেও অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পেরে ভালো লাগছে। আয়োজনটির সফলতার পেছনে আমার সহকর্মীদের অনেক বড় ভূমিকা ছিল। সবমিলিয়ে চেষ্টা করেছি সবাইকে একটি সুন্দর সময় উপহার দেওয়ার।
বিভি/এজেড



মন্তব্য করুন: