• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

সবকিছু প্রকাশ করে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রের

প্রকাশিত: ১৫:০৮, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সবকিছু প্রকাশ করে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি ফেসবুক গ্রুপে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সর্ব মিত্র চাকমা। পরে নিজের ফেসবুক পেজেও পৃথক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে সর্ব মিত্র চাকমা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বহু প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরো ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা চালু করা, যানবাহন চলাচল সীমিতকরণসহ একাধিক প্রস্তাব প্রশাসনের কাছে উপস্থাপন করার কথা উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয় খেলার মাঠের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, সেখানে এখনো সিসি ক্যামেরা নেই এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, সাইকেল চুরিসহ নানা অপরাধ প্রায়ই ঘটে বলে তিনি দাবি করেন। এ ছাড়া বহিরাগতদের উপস্থিতির কারণে নারী শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন—এমন অভিযোগও তার কাছে এসেছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় বহিরাগতদের প্রবেশ অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন সর্ব মিত্র চাকমা। তিনি জানান, গত মাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানে ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। নিজের পন্থা ভুল ছিল স্বীকার করে তিনি বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে কঠোর অবস্থান ছাড়া বহিরাগত দমন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলে তার মনে হয়েছিল।

তিনি আরও বলেন, তার সব চিন্তাভাবনার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা হাতে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন এবং অনেক ক্ষেত্রে দায়িত্বের সীমা ছাড়িয়েও কাজ করার চেষ্টা করেছেন। তবে আইন আইনই—এ কথা স্বীকার করে তিনি তার ভুলের দায় নেন।

পদত্যাগের ঘোষণায় সর্ব মিত্র চাকমা বলেন, দায়িত্ব পালনের সময় পরিস্থিতি মোকাবেলায় তাকে কখনো কখনো আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়েছেন উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করেন, কোনো অভিমান, চাপ বা প্ররোচনার কারণে নয়—নিজ সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: