• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

বিশ্ব র‍্যাংকিংয়ে জবি`র ২১ গবেষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:৫৯, ১১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বিশ্ব র‍্যাংকিংয়ে জবি`র ২১ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১ জন শিক্ষক।

সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ জবি'র বিভিন্ন বিভাগের শিক্ষকরা অবস্থান তৈরি করেছেন।

তালিকায় থাকা বাংলাদেশের এক হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা। তালিকায় জবি'র গবেষকদের মধ্যে ১ম এবং বাংলাদেশের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, ২য় স্থানে সালেহ আহাম্মেদ এবং ৩য় স্থানে রয়েছেন মোহাম্মদ মুশাররফ হোসাইন।

 ক্রমান্বয়ে তালিকা স্থান পাওয়া অন্যান্য শিক্ষকরা হলেন, মোহাম্মদ সায়েদ আলম, সায়েদ তাসনিম তৌওহিদ, শরিফুল আলম, দেলোয়ার হোসাইন, এম এ মামুন, কুতুব উদ্দিন, জুলফিকার মাহমুদ, মোহাম্মদ লোকমান হোসাইন, আতিকুল ইসলাম, মো. নুরে আলম আব্দুল্লাহ, রাজিবুল আকন্দ, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, একেএম লুতফর রহমান, জয়ান্ত কুমার সাহা, মোঃ আব্দুল বাকী, পরিমাল বালা এবং মো. বায়েজিদ আলী।

র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাত লাখ ৮৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। 

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।


 

বিভি/এসি/রিসি 

মন্তব্য করুন: