• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে চার শিক্ষক বহিষ্কার

ইউএনবি

প্রকাশিত: ১৬:৫৫, ১৪ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে চার শিক্ষক বহিষ্কার

ফাইল ছবি।

সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিধি-বহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত চার শিক্ষককে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদরাসার পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহারকালে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদেরকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসংগে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানা তিনি।

বিভি/এমএস

মন্তব্য করুন: