• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিজেএসসি’র সভাপতি হেদায়েত সম্পাদক তাওসিফ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ১৯ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
বিজেএসসি’র সভাপতি হেদায়েত সম্পাদক তাওসিফ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) ২০২১-২০২২ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হেদায়েতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী তাওসিফ আব্দুল্লাহ।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ায় সদ্য বিদায়ী সভাপতি জি এম হিরক এবং সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম নতুন কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদন দেন।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এই কমিটি কাজ করবে।

দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে ২০১৫-এর ১৩ নভেম্বর গঠিত হয় বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল।


 

বিভি/টিএ/রিসি 

মন্তব্য করুন: