• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ভ্রমণে গিয়ে গবেষণা করছেন স্টামফোর্ডের শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১:৩২, ১৯ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
ভ্রমণে গিয়ে গবেষণা করছেন স্টামফোর্ডের শিক্ষার্থীরা

পরিবেশের বিভিন্ন উপাদান বায়ু, শব্দ, পানি, বাস্তুসংস্থান এবং ভূমির ব্যবহার ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে ধারণা পেতে গাজীপুরের বনে কাজ করছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। 

রবিবার (১৯ ডিসেম্বর) গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে বনে শিক্ষা সফরে যান তারা। ইউএস ফরেস্ট সার্ভিস এর ক্যাম্পাস প্রকল্প এবং বায়ু মণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পৃষ্ঠাপোষকতায় শিক্ষা সফরের সংগে গবেষণা কার্যক্রমেও অংশ নেন তারা। এই সময় সংরক্ষিত এই বনে পরিবেশের বিভিন্ন উপাদানের বর্তমান অবস্থা কেমন জানতে নমুনা সংগ্রহও করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং ক্যাপস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার-এর নেতৃত্বে এই গবেষণা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন বিভাগের একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সহকারী অধ্যাপক ড. মাহমুদা পারভীন, সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল নাঈম এবং গেস্ট লেকচারার অ্যাডভোকেট মারুফা গুলশান আরা। 

এতে অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থী হাতে কলমে সংক্রিয় বায়ু, শব্দ ও পানি দূষণ পরিমাপক যন্ত্র পরিচালনার মাধ্যমে নমুনা সংগ্রহ করে এবং মাঠ পর্যবেক্ষণের সাহায্যে বাস্তুসংস্থান এবং ভূমির ব্যবহার ও পরিবেশগত পরিবর্তন ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন এবং সংরক্ষিত বনের বিভিন্ন পরিবেশ গত সমস্যা পর্যবেক্ষণ করেন। 

এই সময় অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন যে, ভ্রমণকারীদের অবহেলা এবং অসাবধানতার কারণে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। তাই সাধারণ জনগণের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

 

বিভি/কেএস/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2