দুই বছর পর স্বরূপে ফিরছে শিক্ষাঙ্গন (ভিডিও)
দীর্ঘ দুই বছর পর স্বরূপে ফিরছে শিক্ষাঙ্গন। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত দুই বছরে কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কিন্তু তখনো সব শ্রেণীর সব শিক্ষার্থী সশরীরে ক্লাসে আসার সুযোগ পায়নি। তবে আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে সরকারের ঘোষণা অনুযায়ী সব শ্রেণীর সব শিক্ষার্থী ক্লাসে ফিরেছে। শুরু হয়েছে স্বশরীরে পাঠদান ।
দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে থাকেন শিক্ষার্থীরা। এসময় তাদের মধ্যে ছিল খুশির ঝিলিক। খুশি শিক্ষক-অভিভাবকরাও। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড় দেখা গেছে। নির্দিষ্ট সময়ের আগে আগেই অনেকে স্কুলের ফটকের সামনে এসেছেন।
জানতে চাইলে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, করোনার পরে স্কুল খুললেও সপ্তাহের প্রতিদিন ক্লাস হতো না। বন্ধুদের সঙ্গে গল্প করার সময়ও ছিল না। আজ থেকে প্রতিদিন আসবো ভাবতেই ভালো লাগছে।
বিভি/এনএম
মন্তব্য করুন: