• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রমজানে যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৩৬, ২৪ মার্চ ২০২২

আপডেট: ২১:৩৯, ২৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রমজানে যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস

ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত ক্লাস চালু থাকবে। পবিত্র রমজানে সকাল সাড়ে নয়টা থেকে ক্লাস শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। 

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসগুলো বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন। পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। এ ছাড়া প্রধান শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: