• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজানে প্রাথমিকের ছুটি নিয়ে গুজব ছড়ালেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৩৭, ২৯ মার্চ ২০২২

আপডেট: ১৯:৪১, ২৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রমজানে প্রাথমিকের ছুটি নিয়ে গুজব ছড়ালেই ব্যবস্থা

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। প্রাথমিক বিদ্যালয়সমূহে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

মঙ্গলবার (২৯ মার্চ) গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গুজব ছড়ানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২২ মার্চ, ২০২২ এর ৩৮.০০.০০০.০০৭.০৮.০০২.২০২১-৬৪ স্মারকের প্রজ্ঞাপন মোতাবেক ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চ ২০২২ এর ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০১১.২১.৯৫ স্মারকের প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2