• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: ঢাকা কলেজের টিচার্স কমিটি জরুরী বৈঠকে

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: ঢাকা কলেজের টিচার্স কমিটি জরুরী বৈঠকে

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় কলেজের টিচার্স কমিটি জরুরী বৈঠকে বসেছে। মঙ্গলাবর (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এই বৈঠকে বসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন। বৈঠকে উপস্থিত আছেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

এর আগে সোমবার কেনাকাটাকে কেন্দ্র করে রাত বারোটা থেকে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। 

এদিকে রাতভর উত্তেজনার পর মঙ্গলবার সকালে মিরপুর সড়ক অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর সকাল সাড়ে দশটার থেকে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 

সংঘর্ষের জেরে ঢাকা কলেজের হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা হল বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ  করে স্লোগান দিচ্ছেন। 

নিউ মার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/এসআরটি/এইচএস

মন্তব্য করুন: