• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর কমেছে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ৯ মে ২০২২

আপডেট: ১১:৫১, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর কমেছে 

ফাইল ছবি

করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর পুনর্বিন্যাস করা হয়েছে। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। এতে পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হবে। রবিবার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট। মোট ২ ঘণ্টা। আর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

তবে নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ আগস্ট।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2