শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘মাভৈঃ সম্মাননা ২০২২’ প্রদান
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১৪ মে ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ এর ‘মাভৈঃ সম্মাননা ২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ১নং গ্যালারিতে মাভৈঃ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সদস্যরা জানায়, মাভৈঃ আবৃত্তি সংসদ তাদের নিবেদিত প্রাণ সদস্যদের বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবন শেষে সম্মান প্রদর্শন পূর্বক প্রতিবছরই সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, এরই ধারাবাহিকতায় এবারও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের ‘মাভৈঃ সম্মাননা ২০২২’ প্রাপ্ত সদস্যরা হলেন— ২০ তম কার্যকরী পরিষদের সভাপতি মো. জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি অনামিকা কৈরী, সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার এবং সহ-সাধারণ সম্পাদক তাবিয়া তাসনীম আনিকা। উক্ত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা ছাড়াও উপস্থিত ছিলেন মাভৈঃ আবৃত্তি সংসদের বর্তমান কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা।
বিভি/এসএস/রিসি
মন্তব্য করুন: