• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নানান কর্মসূচিতে ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন

ফজলে এলাহী ফুয়াদ 

প্রকাশিত: ২২:১৩, ৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
নানান কর্মসূচিতে ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন

নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে তে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে বৃক্ষ রোপন কমসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম। এ সময় তিনি, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবন পর্যালোচনা করেন। 

দিনের শেষ ভাগে নোবিপ্রবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বঙ্গমাতার সংগ্রামী জীবনের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত সভায় বঙ্গমাতার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন বিবি খাদিজা হলের প্রভোস্ট প্রফেসর ড‌. গাজী মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র পরামর্শক উপদেষ্টা বিপ্লব মল্লিকসহ ।অনুষ্ঠানে  সভাপতিত্ব  করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মহিনুজ্জামান। অনুষ্ঠানে শেষ অংশে আবৃত্তি, কুইজ টেস্ট এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হয়।  

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিভি/রিসি

মন্তব্য করুন: