• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাবির পর এবার পোশাক নিয়ে নর্থ সাউথে মানববন্ধন

প্রকাশিত: ২১:৫২, ২৭ আগস্ট ২০২২

আপডেট: ২২:০৩, ২৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ঢাবির পর এবার পোশাক নিয়ে নর্থ সাউথে মানববন্ধন

পোশাক নিয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে সমর্থন জানিয়েছিল ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। শনিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৮নং ফটকের পাশে মানববন্ধন করেন 

‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ‘যে যেমন তার জীবনসঙ্গী হবে তেমন’ এটি কুরআনের কোথাও নেই

এর আগে, গত বৃহস্পতিবার উচ্চ আদালতের পর্যবেক্ষণকে অভিবাদন ও স্যালুট জানিয়ে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী।

ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী মুহম্মদ সোহেল রানা জানান, ‘গত ১৬ আগস্ট, ২০২২ তারিখ একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত পোশাকের স্বাধীনতার নাম দিয়ে যারা পশ্চিমা অপসংস্কৃতি আমদানি করছে, তাদের বিরুদ্ধে বলেছেন। আমরা উচ্চ আদালতের এ সুন্দর পর্যবেক্ষণ ও বক্তব্যকে স্যালুট জানাই।’

আরেক শিক্ষার্থীরা জানান, ‘আমার শরীর, আমার চয়েস’ এই তত্ত্ব যতটুকু সত্য, তার থেকেও বড় সত্য ‘কাউকে বিরক্ত বা ক্ষতি করার অধিকার আমার নেই’। তাই, এমন পোশাক পরিধান করা কখনোই ঠিক হবে না, যা অন্যদের মাঝে বিরক্তি তৈরি করে।

আরও পড়ুন: স্ত্রীর উপর রাগ করে একমাস তালগাছে চূড়ায় স্বামী

আরেক শিক্ষার্থী সজীব দে জানান, ‘বায়োলজিকাল আকর্ষণের বিষয়টি বৈজ্ঞানিক সত্য। এটা আমরা অস্বীকার করতে পারি না। অনেকে অপসংস্কৃতির পোশাক পরে বিপরীত লিঙ্গকে যৌন প্ররোচিত বা সিডিউস করতে চান। ব্যক্তির অনিচ্ছা সত্ত্বেও কেউ যখন তাকে সিডিউস করার চেষ্টা করেন তখন সেটা এক প্রকার মানসিক নির্যাতন, যা মূলত একটি ক্রাইম।’

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘পোশাকের নামে পশ্চিমা অপসংস্কৃতি’ আমদানিকারকদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, ‘সভ্য দেশে এমন পোশাক পরে রেলস্টেশনে যাওয়া যায় কি-না? কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার আছে কি-না? পোশাক সংস্কৃতির মধ্যে পড়ে না? যে সমাজে যাবেন, সে সমাজের আর্থ-সামাজিক অবস্থাও একটি বিষয়। ঢাকায় এক, গ্রামে অন্য ধরনের।’

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভি/এজেড

মন্তব্য করুন: