• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

প্রকাশিত: ২২:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ সেপ্টেম্বর) ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদের সহযোগিতায় বসুন্ধরা আবাসিক এলাকার ফার্মাসিউটিক্যাল ক্লাব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম ইসমাইল হোসাইন। এসময় স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন প্রফেসর  ড. জিএম সায়েদুর রহমান, অনুষদের শিক্ষক এবং অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম ইসমাইল হোসাইন ফার্মেসি অনুষদের নিয়মিত ইভেন্ট দেখে নিজের অনুভূতি প্রকাশ করেন।

No description available.

ইন্ডাস্ট্রিসহ ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ, ওষুধের মান নিশ্চিতকরণের ক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকার তিনি আবারও মনে করিয়ে দেন। এ সময় তিনি সুস্থ, নিরাপদ পৃথিবী তৈরিতে এবং ভাইরাস জনিত রোগ দমনে ফার্মাসিস্টদের প্রশংসা করেন।

এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্লাব সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিভি/এজেড

মন্তব্য করুন: