• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৫৪, ৩০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক  স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র উদ্যোগে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষা-২০১২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে রাজধানীর স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফোরামের পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার এবং সহকারী প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব তৌহিদুল হক মিসবাহ। 

ফোরামের পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার  জানান, রাজধানীর প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগীতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2