• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবারও উত্তপ্ত ইডেন কলেজ (ভিডিও)

প্রকাশিত: ২২:৩১, ৯ নভেম্বর ২০২২

আপডেট: ২২:৪৭, ৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবারও উত্তপ্ত ইডেন কলেজ (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত

সম্প্রতি বেশ কিছুঙ বিতর্কিত ঘটনার পর রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত ছিল। বুধবার (৯ নভেম্বর) রাতে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে ইডেন কলেজ ক্যাম্পাস। সিট বাণিজ্য, ছাত্রলীগের দুপক্ষের দ্বন্দ্বে আবারও উওপ্ত হয়েছে ইডেন কলেজ ক্যাম্পাস।

বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এর পর পরই পুরোনো পদে থাকা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলে মাঠে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখা কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তি

এর আগে গত ২৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও হামলার পরিপ্রেক্ষিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। একইসঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

 

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: