• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নোবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নোবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্মবিরতির আওতামুক্ত ছিলো বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা, শ্রেণি পরীক্ষায় সহায়তাকারী এবং লাইব্রেরি রিডিং কক্ষের দায়িত্বরতরা।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীর সংগঠন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক সাইদুর রহমান, উপ-রেজিস্ট্রার তারেক রাশেদ উদ্দিন, সহকারি রেজিস্ট্রার ইবনে ওয়াজেদ ইমনসহ অনান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের দাবিগুলো হলো- আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্তমান রেজিস্টারের (অতিরিক্ত দায়িত্ব) পদ হতে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি প্রদান। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার নিয়োগ, কর্মচারীদের সমিতির অনুমোদন প্রদান, আগামী ৭ দিনের মধ্যে মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার কর্মচারীদের স্থায়ী করন এবং স্থায়ীকৃতদের পদোন্নতি দেওয়া, আগামী ১ মাসের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা সংশোধন করা এবং আপগ্রেডেশনসহ টেকনিক্যাল/নন-টেকনিক্যাল পদে নীতিমালা সংশোধন করা।

মেজবাহ উদ্দিন বলেন, আমরা আমাদের দাবি নিয়ে উপাচার্য মহোদয়ের কাছেও গিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেন। আশ্বস্ত করলেও তার বাস্তবায়ন হয়নি। তাই আমরা আজকে বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আগামী ৩ দিনের মধ্যে বর্তমানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে নিয়োগ দিতে হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2