• NEWS PORTAL

  • শনিবার, ১১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাবির হল ফি নিয়ে নতুন সিদ্ধান্ত

সৈয়দ সাকিব, রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রাবির হল ফি নিয়ে নতুন সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্ধিত হল ফি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নতুন নির্ধারিত হল সংযুক্তি ফি স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) বাংলাভিশন অনলাইনে ‘আবাসিক সুবিধার নিশ্চয়তা নেই, তবে হল সংযুক্তি ফি বাড়িয়ে ২৮০০ টাকা!’ -এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে রাবি ক্যাম্পাসে তৈরি হয় আলোচনা-সমালোচনা।  

'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'-এর ব্যানারে বর্ধিত ফি-এর প্রতিবাদে রবিবার (৫ মার্চ) দুপুরে আয়োজন করা হয় মানববন্ধন। আবাসিক সুবিধা নিশ্চিত না করে, সংযুক্তি ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয় সেখানেও। এই সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বর্ধিত ফি স্থগিতের সিদ্ধান্ত নিলো রাবি প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘প্রাধ্যক্ষ পরিষদ হল সংযুক্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে, বর্ধিত ফি স্থগিত করা হয়েছে।’

শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই পরবর্তীতে সংযুক্তি ফি নির্ধারণ করা হবে বলেও জানান রাবি উপ-উপাচার্য। 

প্রসঙ্গত, নতুন শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংযুক্তি ফি বাড়িয়ে ২৮০০ টাকা নির্ধারণ করে প্রাধ্যক্ষ পরিষদ। নবীন শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করে, সংযুক্তি ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2