• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাভিশনে সংবাদ প্রকাশ

সরে গেল ব্যানার, দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সরে গেল ব্যানার, দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম

ইনসেটে মূলফটকের আগের অবস্থা।

বাংলাভিশনে 'ব্যানারের নিচে চাপা পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের নাম' শিরোনামে সংবাদ প্রকাশের এক ঘন্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নাম ফলকের উপর থেকে ব্যানার সরানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে ওই ব্যানার লাগানো হয়েছিল।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ওই ব্যানার সরানোর উদ্যোগ নেন। 

প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি জানার পরই আমি লোক পাঠিয়েছি। তারা নাম ফলকের উপর থেকে ব্যানার সরিয়ে দিয়েছে। 

এর পূর্বে  আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উপরের জায়গা জুড়ে থাকা নাম ব্যানার দিয়ে পুরো ঢেকে দেয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের অবমাননা হিসেবে অভিহিত করেন তারা।

বিভি/এসি/এজেড

মন্তব্য করুন: