ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৭তম শাখা সংসদ প্রতিষ্ঠার ঘোষণা বিজেএসসির
ইসলামী বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে শাখা সংসদ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)।
সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অনুষ্ঠিত এক আলোচনাসভায় এ ঘোষণা দেন বিজেএসসির সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, প্রভাষক মো. উজ্জ্বল হোসেন এবং বিজেএসসির সহ-সভাপতি আহাদুল ইসলাম।
উল্লেখ্য, সারাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০১৫ সালের ১৩ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল। বর্তমানে দেশের ১৬ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান।
বিভি/রিসি
মন্তব্য করুন: