• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৩৭, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সকাল আটটা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন লউপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। পরে উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। 

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে ১৭টি হল টিমের প্রায় একশত পঁচাত্তর জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। এরপর কৃতি খেলোয়াড় সোহান ও তামান্না মশাল প্রজ্জ্বলন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অ্যাথলেটিকস এন্ড অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাহেদ জামান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: