• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই মানতে হবে ৬ নির্দেশনা

প্রকাশিত: ২০:৩৬, ২০ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই মানতে হবে ৬ নির্দেশনা

রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রায় এক মাসের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মানার জন্য ৬টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ছুটি পরবর্তী খোলার পর ৬টি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাগুলো হলো-
(১) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করা
(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ
(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ
(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা
(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং
(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: