বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত শর্ট কোর্স বোর্ডের অধিনেই চলমান রাখার দাবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসিক ট্রেড (৩৬০ ঘণ্টা) ৩/৬ মাস মেয়াদি শর্ট কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের অধিনেই চলমান রাখার দাবি শর্ট কোর্স ঐক্য পরিষদের।
শনিবার (১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শর্ট কোর্স ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক জনাব মো. নাসির উদ্দিন ভূইয়া।
মো. নাসির উদ্দিন ভূইয়া বলেন, ২০০২ সালের ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক বোর্ডের নীতিমালা, প্রবিধান ও শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুসরণে প্রতিষ্ঠানসমূহ সকল কারিকুলাম মেনে দীর্ঘ ২১ বছর ধরে কম্পিউটার কোর্সসহ ১২০টি ট্রেডে অদক্ষ শিক্ষার্থীদেরকে (৩৬০ ঘণ্টা) ৩/৬ মাস মেয়াদি ট্রেড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে ৩৫৩৮টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শর্ট কোর্স পরিচালিত হচ্ছে উল্লেখ করে নাসির উদ্দিন ভূঞা আরো বলেন, গত বছরের ৮ সেপ্টেম্বর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভার আলোচ্যসূচি ৬- এর সিদ্ধান্ত ৬.১ হতে ৬.৭ এর রেজুলেশনের মাধ্যমে জানতে পারি, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত (৩৬০ ঘণ্টা) ৩/৬ মাস মেয়াদি কোর্সসমূহ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। বিষয়টি আমাদের আহত করেছে এবং আমরা অত্যন্ত ভীত-সন্ত্রস্ত, কারণ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাত্র ৫ থেকে ৬টি ট্রেড/অকুপেশনে এনটিভিকিউএফ লেভেল নিয়ে কাজ করছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) মেয়াদি ১২০টি ট্রেড/অকুপেশন নিয়ে কাজ করছে। শিক্ষার যেমন বিভিন্ন স্তর রয়েছে তাদের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (৩৬০ ঘণ্টা) মেয়াদি কোর্স প্রাইমারি শিক্ষার মতো শুধুমাত্র সার্টিফিকেট কোর্সটি পরিচালনা করে থাকে। অন্যদিকে, এনএসডিএ এনটিভিকিউএফ লেভেল ২ থেকে লেভেল ৪ পর্যন্ত পরিচালনা করে। ফলে দুই কোর্সের মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় নেই, বরং সার্টিফিকেট কোর্স করার পর কোনো প্রশিক্ষণার্থী উচ্চতর প্রশিক্ষণ নিতে চাইলে এনএসডিএ'র অধীনে লেভেল ১ থেকে লেভেল ৬ পর্যন্ত কোর্স করে উচ্চপর্যায়ের ট্রেইনার তৈরি করতে পারবে। এই ৩৬০ ঘণ্টা মেয়াদি কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে বন্ধ করলে এনএসডিএ'র অধীনের প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণার্থী স্বল্পতায় পড়বে। সেই সঙ্গে দেশের কারিগরি শিক্ষার হার মুখ থুবড়ে পড়বে। তাই কোর্সটি বন্ধ না করে দুই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছি।
এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পরিচালিত শর্ট কোর্স সনদায়নের কার্যক্রম স্থগিত করা হলে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার হ্রাস পাবে। তাতে সরকারের এনরোলমেন্ট বৃদ্ধির টার্গেট ব্যহত হবে। তাই উক্ত প্রশিক্ষণ ও সনদায়ন কার্যক্রম চালু রেখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত শর্ট কোর্স পরিচালনা স্থগিত করার প্রস্তাব যুক্তি সংগত নয়, যদি শর্ট কোর্সটি বন্ধ করা হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত এনরোলমেন্ট ৩০ সালে ৩০%, ৪০ সালে ৫০% কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সম্প্রসারণের লক্ষমাত্রা অর্জন ব্যাহত হবে বলে আশংকা করছি। যার কারণে আমরা শর্ট কোর্স ঐক্য পরিষদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সক্ষমতার উপর ভিত্তি করে উল্লেখিত কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পূর্বের ন্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই বেসিক ট্রেড কোর্সসমূহ চলমান রাখার দাবিতে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শর্ট কোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক মো. আফসার আলী, মো. মোস্তাফিজার রহমান, শামীম আরা বেগম, মো. মুনিরুজ্জামান আকন, মো. জাকির হোসেন স্বপনসহ স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য ও পরিচালকবৃন্দ।
বিভি/রিসি
মন্তব্য করুন: