• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ১২:১০, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

ফাইল ছবি

বিজ্ঞান বিভাগের সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ সোমবার (২৯ মে) থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। অনুষদ ভিত্তিক তিন দিনের এই পরীক্ষা শেষ হবে আগামী বুধবার। 

এমসিকিউ পদ্ধতিতে এক ঘন্টার এই পরীক্ষা আজ ও আগামীকাল চার শিফটে অনুষ্ঠিত হবে। শেষ দিন বুধবার পরীক্ষা হবে তিন শিফটে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ৫৯১ টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮৩৮ জন ছাত্র এবং ৭৭ হাজার ৭৫৩ জন ছাত্রী। 

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা ভবনের গেট ও আধা ঘন্টা আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেয়া হয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন: