• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো ভিকারুননিসা কর্তৃপক্ষ

প্রকাশিত: ১৯:১৭, ২৯ মে ২০২৩

আপডেট: ১৯:১৮, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো ভিকারুননিসা কর্তৃপক্ষ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, জরুরী প্রয়োজনে শাখা বা সেকশনের অনুমতিক্রমে ছাত্রীরা কেবল বাটন ফোন সঙ্গে আনতে পারবেন। বিষয়টি বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে। 

গত ২৪ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইলফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে।

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের কোনো প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে, এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ প্রদান দেওয়া হলো।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: