• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ফজলে এলাহী ফুয়াদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৭:৫৯, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৩  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম। 

মঙ্গলবার  (৩০ মে) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মো. আবদুস সামাদ আজাদ।  

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবিহা তাসমীম, যুগ্ম-সম্পাদক পদে  দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুমান রাশেদ,  দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম হোসেন, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ,  কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলাকাগজে প্রতিনিধি রিয়াদুল ইসলাম। 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের  দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. হোসাইন, ই- নিউজ ৭১ এর প্রতিনিধি জামিলা ইসলাম একা। 

উল্লেখ্য, দুপুর১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: