• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে একটিও নেই বাংলাদেশের

প্রকাশিত: ০০:২৬, ২৪ জুন ২০২৩

আপডেট: ০০:২৯, ২৪ জুন ২০২৩

ফন্ট সাইজ
এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে একটিও নেই বাংলাদেশের

ছবি: চীনের চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই। বৃহস্পতিবার (২২ জুন) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩’ শিরোনামে তালিকাটি প্রকাশ করা হয়।

তবে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তালিকায় ১৮৬তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ১৯২তম স্থানে আছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ আরও কয়েকটি বিষয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: