• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টাকা নয়, আমার ভালবাসা দরকার: জওয়ান নির্মাতা অ্যাটলি 

প্রকাশিত: ১৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
টাকা নয়, আমার ভালবাসা দরকার: জওয়ান নির্মাতা অ্যাটলি 

জওয়ান সিনেমার সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হচ্ছে না ছবির নির্মাণকারী অ্যাটলি কুমারকে। নিয়মিত ডাক পাচ্ছেন হলিউডে সিনেমা বানানোর। 

কিন্তু সেসবকে দেদারছে ফিরিয়ে দিচ্ছেন তরুন এই পরিচালক। শোনা যাচ্ছে হলিউডের ছবি বানানোর জন্য তাকে ব্ল্যাঙ্ক চেক পাঠানো হচ্ছে। কিন্তু ব্যক্তিগত কিছু নিয়ম মেনে চলার জন্য সেসবকে এড়িয় চলছেন অ্যাটলি। 

এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, ‘জওয়ান’ সিনেমায় হলিউডের বেশ কজন কুশলী কাজ করেছেন। অ্যাকশন পরিচালক ছিলেন হলিউডের। সিনেমায় আগুনের মাঝখান থেকে শাহরুখের বেরোনোর দৃশ্যের পর অ্যাটলির ভাবনাচিন্তা দেখে সেই অ্যাকশন ডিরেকটর বলেন, তার হলিউডে কাজ করা উচিত। কিন্তু পরিচালক অ্যাটলির জানিয়েছেন, টাকা পয়সা নয়, তার প্রয়োজন ভালোবাসা।

অ্যাটলি বলেন, ‘কেউ এসে যদি বলেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার কাজ ভালোবাসি, আমি সত্যিই তার সঙ্গে কাজ করব। কিন্তু কেউ টাকার গরম দেখালে সেই প্রস্তাব ফিরিয়ে দেব। অতীতে অনেক কাজের প্রস্তাব ফিরিয়েছি। ভালোবাসার ছাড়া অন্য কিছুরই বিশেষ মূল্য নেই আমার কাছে। আমি ভালোবাসা ছাড়া কোনো কিছুই সৃষ্টি করতে পারি না।’ 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: