• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মমিন সরকার

প্রকাশিত: ১৯:৩৭, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:৩৫, ২৮ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মমিন সরকার

মমিন সরকার

শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২২ ভূষিত হয়েছেন পরিচালক মমিন সরকার। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

এ সময় মমিন সরকারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব ও বিটিআরটিসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এম শফিক উদ্দিন অপু।

মমিন সরকার এ পর্যন্ত ১৫টি নাটক পরিচালনা করেছেন। নাটক পরিচালনার পাশাপাশি নাটকের সম্পাদনার কাজও করে থাকেন তিনি। এ পর্যন্ত প্রায় ৫শর অধিক নাটক সম্পাদনা করছেন।

সম্মাননা পেয়ে মমিন সরকার বলেন, কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।

বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামনে ২টি একক নাটক, ১টি শর্ট ফিল্ম নির্মাণ করবেন। উক্ত শর্ট ফিল্মটি বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্মাণ করবেন পরিচালক।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: